কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের অধিনে দীর্ঘমেয়াদী ফসল আখ চাষকে লাভবান করতে ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষে আধুনিক প্রযুক্তিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত। কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামে সকালে কৃষি মন্ত্রনালয়ের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) ‘আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প’র সহযোগীতায় এ মাঠ দিবসের আয়োজন করে। প্রকল্পের পরিচালক ও বিএসআরআই’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআই’র কীটতত্ব বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম, বিএসআরআই’র কৃষিতত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগের প্রধান ড. এ কে এম রাশেদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান মুনির হোসেন, মোবারকগঞ্জ সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল। সে সময় বক্তারা বলেন, কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বছর মেয়াদী ফসল আখকে আরও লাভভান করতে তাদের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মাঠ দিবস থেকে আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসলের উৎপাদন কৌশল, সুবিধা নিয়ে কৃষকদের নানা পরামর্শ দেন। মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।