তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তালা উপজেলা ভূমি অফিস তারুণ্যের অংশগ্রহণে ভূমি বিষয়ক সেমিনার ও কুইজের প্রতিযোগিতার আয়োজন করে। কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে এই সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভূমি অফিসের নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি তারুণ্যের উদ্দেশ্যে বলেন যে আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ,তারা দেশকে আগামী দিনে নেতৃত্ব দিবে সুতরাং তাদের অবশ্যই ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তরুণরা ভূমি সংক্রান্ত আইন এবং ভূমির বিভিন্ন নিয়মকানুন জানলে অনেক সমস্যার সমাধান সহজে করতে পারবে। তাই তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে তারুণ্যের অংশগ্রহণে ভূমি বিষয়ক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন দেশকে সামনে এগিয়ে নিতে এই তরুণরা সবচেয়ে বেশি অবদান রাখে সুতরাং তরুণদেরকে অবশ্যই সকল বেসিক বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা দরকার।