চিতলমারীতে ১৬ডিসেম্বর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৫ এএম
চিতলমারীতে ১৬ডিসেম্বর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

বাগেরহাটের চিতলমারীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চিতলমারী উপজেলা শাখার আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াত আমীর মাও: মনিরুজ্জামান, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, সাংবাদিক বাদশা মুন্সী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা: আবুল কালাম কাজী, ডা: এম. আর ফরাজী, বীর মুক্তি যোদ্ধা শেখ আবু তালেব, চিতলমারী বাজার কমিটির সমন্বয়ক সোহেব গাজী, শিক্ষক নির্মল কুমার শিকদার, বিএনপি নেতা আওলিয়াসহ উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।


আপনার জেলার সংবাদ পড়তে