নিকলীতে লাল সার দেওয়ায় ভূট্টা কম হওয়ার আশঙ্কা

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:১১ পিএম
নিকলীতে লাল সার দেওয়ায় ভূট্টা কম হওয়ার আশঙ্কা

কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নের ভাটি ভরাটিয়া হাওরে নদীর পাড়ের প্রায় ২০-৩০ একর জমিতে টিএসপি সার দেওয়ার কারণে ভূট্টার গোড়া অংশে লালচে হয়ে যাওয়ার কারণে ফসল অর্ধেক হওয়ার আশঙ্কা রয়েছে বলে কৃষকদের অভিযোগ। শিংপুর ইউনিয়নের সারের সাব ডিলার শ্যামল মিয়া কৃষকদেরকে ভূট্টা জমি প্রস্তুত করার সময় টিএসপি সার দেওয়ার জন্য কৃষকদেরকে প্রলুব্ধ করেছেন বলে অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে ০২ নং ওয়ার্ডের ইসহাক মেম্বার, শামসুদ্দিন মিয়া, কফিল উদ্দিন, আরজু মিয়া, স্বপন মিয়াসহ অসংখ্য ভূট্টা চাষী দারী করেন, প্রথমভাগে সাব ডিলারের কারণে তারা টিএসপি সার ভূট্টা জমিতে প্রয়োগ করেন। এর ফলে ভূট্টা জমিগুলোর গোড়ার দিকে লালচে দাগ পড়ে যায়। এখন তাদের এমওপি সার প্রয়োগ করতে হয়েছে। এর ফলে তাদের ভূট্টা চাষ করতে গিয়ে দ্বিগুণ খরচ হয়েছে। প্রতি একরে যেখানে ১২০ মন ভূট্টা উৎপাদন হতো, সেখানে ৫০-৬০ মন ভূট্টা হবে বলে ধারণা করা হচ্ছে। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে