নোয়াখালীতে অর্থনৈতিক অসমতা অবসান ও সুৃবিচার শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য ও অসমতা অবসানে প্রয়োজনে নীতি সংস্কার ও অর্থনৈতিক সুবিচার এ শিরোনামে গতকাল পৌর মিলনায়তনে নোয়াখালীতে এসডিজি অ্যাকশন এলায়ন্সে এবং জিক্যাপ বাংলাদেশে আয়োজিত নাগরিক সংলাপে বক্তারা নাগরিকদের বৈষম্য এবং অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার লড়াইয়ে প্রচারণায় যোগদানের আহ্বান জানান। ক্রমর্বধমান অর্থনৈতিক বৈষম্য অবসান এবং আর্থিক সুবিচার প্রতিষ্ঠার দাবীতে নাগরিক সমাজ দীর্ঘ দিন কাজ করছে। প্রয়োজন নাগরিক সমাজের কণ্ঠস্বর এবং ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সরকার এবং আর্ন্তজার্তিক নীতি নির্ধারণী মহল সমূহকে প্রভাবিত করার লক্ষ্য নাগরিক সমাজের প্রচেষ্ঠাকে দ্বিগুণ করা। ধনীরা জাতীয় সম্পদের ব্যবহার সবচেয়ে বেশী করে থাকে। অন্যদিকে, গ্রামের কৃষক যারা সকল মানুষের জন্য খাদ্য উপকরণ এবং বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান দেয় । জাতীয় সম্পদের অতি সামান্য অংশই ব্যবহার করে থাকে। অথচ পরোক্ষ করের বোঝা তাদেরকে বেশি বহন করতে হয়। বক্তারা অর্থনৈতিক সুবিচার প্রতষ্ঠিার স্বার্থে কর ব্যবস্থাকে বৈষম্যমুক্ত করার প্রস্তাব করেন। সুজন এর সভাপতি অ্যাডঃ হাবিবুর রাছুল মামুন এর সভাপতিত্বে এনআরডিএস’র নির্বাহী পরিচালক ও এসডিজি এ্যাকশন এলায়ন্সে’র আহ্বায়ক আব্দুল আউয়াল এর সঞ্চালনায় সংলাপে আলোচনা পত্র উপস্থাপন করেনূ মনোয়ারা আক্তার মিনু। আলোচনায় অংশগ্রহণ করনে উন্নয়ন সংগঠন গান্ধী আশ্রম ট্রাস্ট, প্রাণ, বন্ধন, এনআরডিএস এবং বিভিন্ন নাগরকি গঠনের শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে সংলাপে কথা বলেন তরুণ মানবাধিকার কর্মী ফাইজা সুলতানা, নোবিপ্রবির শিক্ষার্র্থী শাকিন, কৃষক প্রতিনিধি নূর উদ্দিন, শিক্ষক লাকি দাস, আবুল কাশেম, লায়লা পারভীন, সাংবাদিক সুমন ভৌামক, প্রাণ এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, গান্ধী আশ্রম এর সচিব রাহা নব কুমার প্রমূখ।