সড়ক দুর্ঘটনা রোধে রংপুর পুলিশ সুপারের বিশেষ উদ্যোগ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৫২ পিএম
সড়ক দুর্ঘটনা রোধে রংপুর পুলিশ সুপারের বিশেষ উদ্যোগ

শীতের ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রংপুর জেলার পুলিশ সুপার আবু সাইম এর নির্দেশেবিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ।  বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহাসড়কের  রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা দমদমা ব্রীজের সামনে এ উদ্যোগের অংশ হিসেবে চালক, হেলপার এবং স্টেকহোল্ডারদের সাথে একটি পথসভার আয়োজন করা হয়েছে। পথসভাগুলো রংপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ও সড়কে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট,এটিএসআই এবং ট্রাফিক সদস্যগণ উক্ত পথসভাটি পরিচালনা করা হয়। এসময় টিআই নুর আলম সিদ্দিক বলেন,গাড়ির গতি নিয়ন্ত্রণ ঘন কুয়াশার সময় দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি কমিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। গাড়ির গতি দৃশ্যমান নিশ্চিত করতে ফগ লাইট জ্বালিয়ে চলাচল করার নির্দেশনা ও সঠিক দৃশ্যমানতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে লোবিম ব্যবহার করার গুরুত্ব। জেলা ট্রাফিক বিভাগ রংপুর বিশ্বাস করে, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, এই পথসভায় অংশগ্রহণের মাধ্যমে চালক, হেলপার এবং স্টেকহোল্ডাররা শীতকালে নিরাপদে সড়কে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ পাবেন। এছাড়াও সড়কে চলাচলরত পথচারীদের নিয়ম মেনে রাস্তা পারাপারের বিষয়ে উদ্বুদ্ধ করেন। গাড়ির ইন্ডিকেটর এবং রিফ্লেক্টর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার উপযোগী রাখা,দীর্ঘ সময় একই ড্রাইভার দিয়ে গাড়ি না চালানো। এতে ঘুমের সমস্যা হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই পথসভায় অংশগ্রহণের মাধ্যমে চালক, হেলপার এবং স্টেকহোল্ডাররা শীতকালে নিরাপদে সড়কে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেন। রংপুর জেলারপাগলাপীর,গংগাচড়া,কাউনিয়া,গড়ের মাথা, পীরগঞ্জ,শঠিবাড়ি বাজার এবং পীরগঞ্জ বাজারে এলাকা চালক- হেলপারদের ট্রাফিক আইন মেনে রোডে চলাচল করার নির্দেশনা দেন। উপস্থিতি নিশ্চিত করুন এবং নিরাপদ সড়ক গঠনে অংশ নিন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে