দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহল মালোপাড়া এলাকায় মন্টু শেখ (৫০) নামক জনৈক ব্যক্তির ২ চোখই লোহার ছুরি দিয়ে খুঁচিয়ে বিকল করে দিয়েছে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা। সে দক্ষিণ চন্দনীমহল মালোপাড়া এলাকার ইয়াদ আলী শেখের পুত্র। তাকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সংবাদ পেয়ে খুলনা এসপি এ সার্কেল হাফিজুর রহমান, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন ও ওসি তদন্ত টোকনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে দক্ষিণ চন্দনীমহল মালোপাড়া নারদের দোকানের সামনে এ ঘটনা ঘটায়। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে জানান, এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেনি। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।