খানসামার গোবিন্দপুর ভূল্লির নদীর নির্মিত ব্রিজ বানের পানিতে দেবে যাওয়ার পর ও ৮ বছরে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি ,ফলে ২ গ্রামের মানুষ দুর্ভোগে আছেন। সরেজমিন ঘুরে দেখা যায় ,ব্রিজটির পশ্চিম অংশ নিচের দিকের বালু ও মাটি সরে গিয়ে দেবে গেছে। ত্রান মন্ত্রনালয়ের আওতায় খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে ২০১৪/১৫ অর্থ বছরে ব্রিজটি নির্মাণ করা হয়। এলাকা বাসি ওবায়দুর রহমান ,কিবরিয়া সহ আর ও অনেকে জানান যে ব্রিজ নির্মাণের সময় প্রাকলন অনুযায়ী কাজটি না করার ফলে দেবে গেছে। গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন জানান ,আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্রিজটি অনিয়ম ভাবে নির্মাণ করে এবং আওয়ামী লীগ শাসন আমলেই ভেঙ্গে যাওয়ার পর এলাকাবাসী বারবার নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল মিলেনি।ফলে স্কুল গামি ছাত্র ছাত্রী ও গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে ব্রিজটি নির্মাণ করা হলে যাতায়াত সহজ হতো।