নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

ডিসেম্বর বা জানুয়ারিতে ভোট হলে ভোটের পরিবেশ সুন্দর থাকবে

এফএনএস : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:২০ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ডিসেম্বর বা জানুয়ারিতে ভোট হলে ভোটের পরিবেশ সুন্দর থাকবে

জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়, সেই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

ইসি মাছউদ বলেন, ‘‘জাতিকে আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারিতে ভোট হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের পরিবেশ সুন্দর থাকবে।’’  

তিনি আরও বলেন, ‘‘কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। আমরা জনগণকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’’  

সভায় ইসি মাছউদ জানান, ভোটার তালিকা হালনাগাদের জন্য সারা দেশে ৩৫ হাজার তথ্যসংগ্রহকারী কাজ করছেন। তারা নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং ভুল সংশোধনে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘‘তথ্যসংগ্রহকারীদের আরও দায়িত্বশীল হতে হবে, কারণ অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুলের কারণে মানুষ সেবা নিতে সমস্যায় পড়ছে।’’  

সভায় ইসি মাছউদ জানান, আপাতত ইভিএমের পরিবর্তে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘‘আমরা জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে চাই। এ লক্ষ্যে ব্যালটের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’  

ইসি মাছউদ বলেন, ‘‘আমরা চাই দেশের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারে। এজন্য আমরা নিরপেক্ষ থেকে কাজ করছি এবং কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছি।’’  

পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ের এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান। সভায় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে