বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪: পুরস্কার পাচ্ছেন ১০ গুণীজন

এফএনএস : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৯ পিএম
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪: পুরস্কার পাচ্ছেন ১০ গুণীজন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ১০ জন কবি, লেখক ও গবেষককে মনোনীত করা হয়েছে। ২৩ জানুয়ারি বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুরস্কার অনুমোদন করার পর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্ত গুণীজনরা হলেন:

  • কবিতা: মাসুদ খান 
  • কথাসাহিত্য: সেলিম মোরশেদ
  • নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
  • প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
  • শিশুসাহিত্য: ফারুক নওয়াজ
  • অনুবাদ: জি এইচ হাবীব
  • গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
  • বিজ্ঞান: রেজাউর রহমান
  • মুক্তিযুদ্ধ: মোহাম্মদ হাননান
  • ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ  

আগামী ২০২৫ সালের অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রাপ্তরা সাহিত্য ও গবেষণায় তাদের অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন।  

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের সাহিত্য অঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই পুরস্কার বিজয়ীরা তাদের কৃতিত্বে জাতিকে গর্বিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে