মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৮:১৪ পিএম : | আপডেট: ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:৪০ পিএম
মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা

যশোরের মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানমালা উপলক্ষে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম এম তছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইকরামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ-এর সহধর্মিণী প্রভাষক আসমা আক্তার, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান,সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতার প্রমুখ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সংবর্ধিত ৫২ জন কৃতি শিক্ষার্থীদের হতে প্রধান অতিথি নিশাত তামান্না ক্রেস্ট তুলে দেন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝেও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে