বাঘায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৮:২৩ পিএম
বাঘায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। উপজেলা  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এজাজুল আলম, উপজেলা  আইসিটি কর্মকর্তা  এসএম আযম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুল মমিন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রভাষক তাহমিদুল ইসলাম, প্রধান শিক্ষক বাবুল ইসলাম প্রমুখ। তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করেন শাহদৌলা সরকারি কলেজ, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, বাঘা ফাজিল মাদ্রাসা, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষার্থীরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে