কর্মসংস্থান ১৬ হাজার মানুষের

স্বরুপকাঠির ১৫০ হেক্টর জমিতে ফুলের আবাদ

এফএনএস (গোলাম মোস্তফা সরকার; ত্রিশাল, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৩:১৯ পিএম
স্বরুপকাঠির ১৫০ হেক্টর জমিতে ফুলের আবাদ

 ক্ষুদ্র ঋণে ফুল চাষীরা স্বাবলম্বী হয়ে উঠছে প্রায় ১৬ হাজার নারী-পুরুষ। বহির্বিশ্বে প্রায় তিন ‘শত বছর আগে ফুলের সূচনা ঘটলেও, এ অঞ্চলে ফুলের বাণিজ্যিক আবাদ শুরু হয় প্রায় অর্ধশত বছর আগে। পিরোজপুরের স্বরুপকাঠির (নেছারাবাদ) ছারছীনা, অলেংকারকাঠি, আরামকাঠি, জগন্ন্াৎকাঠি, কুনিহারী,পান্নাল্লাপুর, সুলতানপুর, সঙ্গীতকাঠি, মাহামুদকাঠি সহ চারিদিকে দুই শতাধিক নার্সারিতে হাজারো রংঙের ফুলের সমরাহ ঘিরে আছে গ্রামকে-গ্রাম। পল্লির মাঠ জুড়ে ফুটে আছে- ডালিয়া, গাঁদা, বেলী, গ্লাডিওলাস,গোলাপ, রজনিগন্ধা, টিউলিপ, অ্যাস্টার গোলাপ,কলাবতী, জুঁই, ডেইজি, ডায়াস্থান, জিনিয়া, চন্দ্রমল্লিকা, পদ্ম, কারনেশন, কসমস, প্যানজি, সূর্যমুখী, স্টারপিটুনিয়া, পপি, অর্কিড, সিলভিয়া, ভারবেন, লুপস, ফ্লাক্স, পর্টুলেকা, এন্টিরিনাম লিপিংস, মর্নিং, ক্যালেন্ডার, গ্লোরি, সুইটপি, ন্যাস্টারশিয়াম, হলিংকস, জারবেরা,অ্যাজালিয়া সহ শতাধিক ফুল।পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা ক্ষুদ্র কুটির শিল্পের জন্য বিখ্যাত। স্বরুপকাঠিতে মাটি আর আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় অর্ধশত বর্ষ আগে বাণিজ্যিকভাবে শুরু হয় এসব ফুলের চাষ। অন্য ফসলের চেয়ে অধিক লাভের আশায় প্রতিদিন বাড়ছে ফুলের আবাদ, বাড়ছে ফুল চাষি, গ্রামকে-গ্রাম ছড়িয়ে পড়ছে ফুলের আবাদ। ২১ ফের্রুয়ারী, ১৬ ডিসেম্বরসহ বিভিন্ন জাতীয় দিবস উৎয্পানে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ও রপ্তানি করা হয় এখানকার ফুল। নেছারাবাদে প্রায় ১৫৩ হেক্টর জমিতে প্রায় দেড় শতাধিক নার্সারিতে ১১ হাজার শ্রমজীবী নারী-পুরুষ ফুল চাষে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আয়ের পথ খুঁজে পেয়েছেন। এসব ফুল বাগানের পাশাপাশি চারপাশের কান্দিতে ঔষধি চারাগুলো ভরা। 

সারা দেশে ফুল সংশ্লিষ্ট এসব পণ্য বহির্বিশ্বে রপ্তানি করে ২০১৮-১৯ অর্থবছরে সারা দেশে প্রায় ৪৯ কোটি টাকারও সমমূল্যের মুদ্রা অর্জন হলেও ২০১৯-২০২০ সালের অর্থবছরে করোনার কারণে ফুলের আবাদ ও ফুল রপ্তানিতে ধস নামায় প্রায় কোটি টাকারও ক্ষতি হয় ফুল চাষীদের। ক্ষতিপূরণ কাটিয়ে ফের ফুলচাষে ঝুঁকছে চাষীরা। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ফুল চাষীরা, ফুল বিক্রিয়া, ফুল দোকানি,ব্যবসায়ী, রপ্তানি ব্যবসায়ী, ফুল দ্বারা বিভিন্ন শিল্পকারখানার পণ্য উৎপাদনের প্রায় অর্ধলক্ষ শ্রমিক করোনায় বিভিন্ন ফুল মুখি উৎসবগুলোতে ফুলের চাহিদা না থাকায় ফুলসংশ্লিষ্ট হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়ে। তবে ফুল চাষীরা করোনার ভয়ের মাঝেও  আবার আগের মত ফুল চাষে মাঠে নেমেছে। কৃষি প্রধান দেশ হওয়ায় বাংলাদেশ বৈদেশিক মুদ্র অর্জনের আর একটি সম্ভাবনাময় খাত হতে পারে এই ফুল চাষ। ফুলঅতীত কালে কেবল মানুষের মনের ক্ষুধা মেটালেও আজকের দিনে ফুল থেকে উপার্জিত টাকা দিয়ে অনেকেরই পেটের ক্ষুধা মিটাচ্ছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে