সরকারী কর্মকর্তারা কোটচাঁদপুরে তুলা ফ্যাক্টরী ও মিলস্ পরিদর্শন করেন

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৪:২৬ পিএম
সরকারী কর্মকর্তারা কোটচাঁদপুরে তুলা ফ্যাক্টরী ও মিলস্ পরিদর্শন করেন

ঝিনাইদহের কোটচাঁদপুর সিলভী জিনিং ফ্যাক্টরী ও রহিমা জিনিং মিলস্ এবং প্রনোদনার আওতাভুক্ত তুলা চাষীদের মাঠ পরিদর্শন করে গেলেন সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তরা। শনিবার (২৫জানুয়ারী) সকাল ১০টায় কোটচাঁদপুরের সিলভী জিনিং ফ্যাক্টরী ও রহিমা জিনিং মিলস্-এ পরিদর্শন করেন অতিরিক্ত সচীব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) আহমেদ ফয়সাল ইমাম, যুগ্ন সচীব (উপকরণ) জসিম উদ্দীন, সিনিয়র সহকারী সচিব (উপকরণ-২ শাখা) নাইমা আফরোজ ইমা, তুলা উন্নয়ন বোর্ড ঢাকা সদর দপ্তরের মুত্তিকা উর্বরতা ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ  কৃষিবদি ডঃ গাজী গোলাম মর্তুজা। সাথে ছিলেন, তুলা উন্নয়ন বোর্ড যশোহরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ডঃ কামরুল হাসান, ঝিনাইদহ জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ডঃ আব্দুস সালাম, উপ-পরিচালক ঝিনাইদহের কৃষিবিদ ষষ্ঠি চন্দ্র রায়, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাজমুস সাকিব শাহীন ও তুলা উন্নয়ন বোর্ডের কোটচাঁদপুর কটন ইউনিট অফিসার সুকান্ত কুমার মণ্ডল।  এ সময় সিলভী জিনিং ফ্যাক্টরী স্বত্ত্বাধিকারী তবিবর রহমান তাদেরকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটি ঘুরে ঘুরে দেখান। এরপর পরিদর্শকরা উপজেলার কাগমারী ব্লকের ৬০জন সুবিধাভোগী তুলা চাষীদের তুলা চাষের মাঠ পরিদর্শন শেষে সেখানেই ওই চাষীদের সাথে মত বিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে