কুড়িগ্রামের চিলমারীতে পাঁচদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার চাঁদের ঢাকা থাকছে গোটা উপজেলা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শিশির বৃষ্টির ন্যায় টপটপ করে ঝড়ছে। মাঘের হীমেল হাওয়া ও কনকনে শীতে লোকজন কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর বেশি ঠান্ডা অনুভুত হচ্ছে। ঘন কুয়াশার কারণে আলূ, রশুন, ইরি বোরো বীজতলা নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে কৃষকরা। গবাদি পুশু, হাঁস-মূরগী বিভিন্ন প্রকার শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। গাবের তল এলাকার সাজু’র গতকাল শনিবার প্রায় শতাধিক হাঁস-মূরগী মারা যায়। রাজারভিটা’র কৃষক নজরুল ইসলাম বলেন, সত্যপ্রবাহ অব্যাহত থাকলে ইরি বোরো বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।