ইরি বোরো বীজতলা নিয়ে দুঃশ্চিন্তায় কৃষকরা

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৩ পিএম
ইরি বোরো বীজতলা নিয়ে দুঃশ্চিন্তায় কৃষকরা

কুড়িগ্রামের চিলমারীতে পাঁচদিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার চাঁদের ঢাকা থাকছে গোটা উপজেলা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শিশির বৃষ্টির ন্যায় টপটপ করে ঝড়ছে। মাঘের হীমেল হাওয়া ও কনকনে শীতে লোকজন কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যার পর বেশি ঠান্ডা অনুভুত হচ্ছে। ঘন কুয়াশার কারণে আলূ, রশুন, ইরি বোরো বীজতলা নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে কৃষকরা। গবাদি পুশু, হাঁস-মূরগী বিভিন্ন প্রকার শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। গাবের তল এলাকার সাজু’র গতকাল শনিবার প্রায় শতাধিক হাঁস-মূরগী মারা যায়। রাজারভিটা’র কৃষক নজরুল ইসলাম বলেন, সত্যপ্রবাহ অব্যাহত থাকলে ইরি বোরো বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে