ভাসমান তেল ডিপো স্থায়ী করণের দাবীতে মিছিল

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম
ভাসমান তেল ডিপো স্থায়ী করণের দাবীতে মিছিল

কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে অবস্থিত ভাসমান তেল ডিপো স্থায়ী করণ ও বন্ধ হওয়া তেল সরবরাহ পুনরায় চালু করার দাবী জানিয়ে উত্তরাঞ্চল কৃষক মহাসমাবেশ সফল করার লক্ষে চিলমারী ট্যাংলরি শ্রমিকেরা শনিবার বিকেলে মিছিল বের করে। এ সময় মিছিলটি সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মোড়ে মোড়ে পথসভা করেন। পথসভায় শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল সরদার, মমিনুল ইসলাম, নুরুল আমিন, নুর আলম, সুলতান মাহমুদ প্রমূখ। বক্তাগণ উপজেলার জোড়গাছ বাজারে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য উত্তরাঞ্চল কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে অংশগ্রহণের আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে