বায়ুদূষণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে, উদ্যোগ নিন

সম্পাদকীয় | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:০৯ পিএম
বায়ুদূষণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে, উদ্যোগ নিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ‘পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে সেই অবস্থাকে বায়ুদূষণ বলে।’ প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে অন্যতম হলো বায়ু বা বাতাস। অন্যান্য যে কোনো দূষণের চেয়ে বায়ুদূষণের পরিধি এবং ব্যাপকতা সবচেয়ে বেশি। কারণ বাতাস স্বল্প সময়ে দূষিত পদার্থকে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে। বায়ুদূষণ স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় পরিবেশগত ঝুঁকিগুলোর একটি। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক গবেষণায় জানা গেছে, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ দুই হাজার ৪৫৬ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। বায়ুদূষণের কারণে পিএম ২.৫ ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন ও লাং ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ছোট শিশুরা। প্রতি বছর পিএম ২.৫ সংশ্লিষ্ট লোয়ার রেসপিরেটরি ইনফেকশনে পাঁচ হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব শুধু মারাত্মকই নয়, সঙ্গে দীর্ঘমেয়াদি প্রভাবও রয়েছে। পরিবেশগত কারণে ও গৃহস্থালি সংক্রান্ত কারণে সৃষ্ট বায়ুদূষণের সম্মিলিত প্রভাব প্রতি বছর ৬৭ মিলিয়ন অকাল মৃত্যুর সঙ্গে জড়িত। বায়ুদূষণ মানব শরীরের সব প্রধান ও গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি ইত্যাদিকে আক্রান্ত করে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। বায়ুদূষণ অসংক্রামক রোগগুলোর অন্যতম কারণ। শ্বাসনালি সংক্রমণের অন্যতম কারণ গৃহস্থালি সংক্রান্ত বায়ুদূষণ যা পাঁচ বছরের কম বয়সি শিশুদের নিউমোনিয়ায় মৃত্যু প্রায় ৪৪ শতাংশ। প্রসবপূর্ব বায়ুদূষণের কারণে প্রায়ই নবজাতকের নানা রোগ দেখা দেয় যার মধ্যে অকাল জন্ম, কম জন্মের ওজন এবং বিকাশগ্রস্ত ফুসফুসের ত্রুটি উল্লেখযোগ্য। বায়ুদূষণ ফুসফুসের বিকাশকে ক্ষতিগ্রস্ত করতে পারে যা শিশু এবং কিশোর-কিশোরীদের অ্যালার্জিজনিত শ্বাসযন্ত্রের রোগের প্রধান কারণগুলোর মধ্যে একটি। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১১ শতাংশ ফুসফুস ক্যানসারের মৃত্যুর কারণ বায়ুদূষণ থেকে আসা কার্সিনোজেন। অননুমোদিত ইটভাটা বন্ধ করা গেলে, ফিটনেসবিহীন যানের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা গেলে এবং অপরিকল্পিত উপায়ে নির্মাণকাজ বন্ধ করা গেলে বাতাসের বিষের প্রধান উৎসমুখ বন্ধ করা সম্ভব হবে। এছাড়াও উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলা এবং নানা জায়গায় পলিথিন ও শুকনো পাতা পোড়ানো বন্ধ করাও অতি জরুরি।