কঙ্গোতে বিদ্রোহী সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত, গোমা শহরে সহিংসতা তীব্র

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:৫৯ এএম
কঙ্গোতে বিদ্রোহী সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত, গোমা শহরে সহিংসতা তীব্র

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, ৩ জন মালাউইয়ান এবং ১ জন উরুগুয়ের নাগরিক। রোববার (২৬ জানুয়ারি) বিবিসি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

কঙ্গোর গোমা শহরে তীব্র সংঘর্ষের মধ্যে জাতিসংঘ সমস্ত অপ্রয়োজনীয় কর্মীদের শহরটি থেকে সরিয়ে নিচ্ছে। গোমা শহরটির আকাশচুম্বী সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করেন। বিদ্রোহী গোষ্ঠী এম২৩ কঙ্গোলিজ সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে তারা শহরটির নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই সহিংসতা বন্ধ করার জন্য ডিআর কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে চলমান লড়াই বন্ধ করার আহ্বান জানান। তবে, কঙ্গো রুয়ান্ডাকে এই বিদ্রোহের পেছনে সমর্থন দেওয়ার অভিযোগ আনে এবং এর কারণে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

এদিকে, কঙ্গো-রুয়ান্ডা সীমান্তে রুয়ান্ডার সেনারা জড়ো হচ্ছে এবং গোপনে কঙ্গোতে প্রবেশ করছে। দ্য গার্ডিয়ান সূত্রে খবর, রুয়ান্ডা গোমা দখল করতে এম২৩ বিদ্রোহীদের সাহায্য করতে পারে। এরই মধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের গোমা শহর ছাড়তে আহ্বান জানিয়েছে, যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে।

এই সংঘাতে ইতোমধ্যে ৪ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ২০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। কঙ্গো ও এম২৩ বিদ্রোহীদের মধ্যে চলমান সহিংসতা আরও অবনতির দিকে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW