শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৩:১৯ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯.৩ ডিগ্রিতে। শ্রীমঙ্গলে আজ সকাল ৯টায় এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। তিনি আরো বলেন, শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পরছে গোটা শ্রীমঙ্গল উপজেলা। শীত জেঁকে বসায় কষ্ট বেড়েছে শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষের। বিশেষ করে উপজেলার ৪৪টি চা বাগান ও গ্রামে শীতের তীব্রতা বেশি। ভোরবেলা কুয়াশার কারনে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। গত ১৫/১৬ দিন ধরে এখানে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রিতে অবস্থান করছে। গত ১০ জানুয়ারি এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি, ১১ তারিখে ১০ ডিগ্রি, ১২ তারিখে ১০.৭ ডিগ্রি, ১৫ তারিখে ১০.৭ ডিগ্রি, ১৬ তারিখে ১১ ডিগ্রি, ১৭ তারিখে ১১.৩ ডিগ্রি, ১৮ তারিখে ১১.৭ ডিগ্রি, ১৯ তারিখে ১১.৪ ডিগ্রি, ২০ তারিখে ১১.২ ডিগ্রি, ২১ তারিখে ১১.৫ ডিগ্রি এবং ২৪ তারিখে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা আবহাওয়া অফিস জানায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে