চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে বিক্ষোভরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে, যখন আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে দেওয়া পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে সামনে এগিয়ে যেতে চেষ্টা করেন।
শিক্ষকরা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণের দাবি জানাচ্ছিলেন। তাদের দাবির মধ্যে রয়েছে মাদ্রাসাগুলোর প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ, আলাদা নীতিমালা প্রণয়ন এবং স্বতন্ত্র মাদ্রাসাগুলোর জন্য বেতন-ভাতা সুবিধা নিশ্চিত করা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের ছত্রভঙ্গ করে দিতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন এবং তাদের রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর জানান, আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করতে যাওয়ার সময় তাদের আটকে দেয়া হয় এবং শাহবাগ মোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা পরে চারুকলা অনুষদের সামনে অবস্থান নেয় এবং স্লোগান দিতে থাকে।
এদিকে, আন্দোলনকারীদের দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।