সালমান এফ রহমান ফের তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫৮ এএম
সালমান এফ রহমান ফের তিন দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।  

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সালমান এফ রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মামলার তথ্য অনুযায়ী, গত ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. আমিন নামে এক আন্দোলনকারী। পরে নিহতের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।  

উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে তিনি বিচারাধীন রয়েছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে