রানিং স্টাফদের কর্মবিরতি

মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ১২:২৭ পিএম
মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল

রেলওয়ের রানিং স্টাফদের ডাকা কর্মবিরতির কারণে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে চলমান জটিলতা নিরসন না হওয়ায় তারা এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি জানিয়েছে, ২৮ জানুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে তারা ট্রেন চালানো বন্ধ রাখবেন। তাদের দাবি, অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টীকরণ চিঠি দিতে হবে, শুধুমাত্র রেলপথ মন্ত্রণালয়ের চিঠি যথেষ্ট নয়।

রানিং স্টাফদের দাবি, প্রায় ১৬০ বছর ধরে চালু থাকা নিয়ম অনুযায়ী, তাদের পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে মাইলেজ যোগ করা হতো। কিন্তু ২০২০ সালে এই নিয়ম পরিবর্তন করে মাইলেজকে ট্রাভেল অ্যালাউন্স (টিএ) খাতে স্থানান্তর করা হয়, যা রানিং স্টাফদের জন্য ক্ষতিকর। ২০২১ সালে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আপত্তি জানালে তারা আন্দোলনে নামেন।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হলে তা যাত্রীদের জন্য বিশাল দুর্ভোগ ডেকে আনবে। অনেক যাত্রী অগ্রিম টিকিট কিনেছেন, হোটেল বুকিং দিয়েছেন। বিশেষ করে কক্সবাজার, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়।

সহিদুল ইসলাম নামে এক যাত্রী অনলাইনে পোস্ট দিয়ে জানতে চেয়েছেন, "২৮ তারিখ যারা অগ্রিম টিকিট কেটেছেন, তারা এখন কী করবেন?" মিনহাজুর রহমান নামে আরেকজন জানান, "আমরা কক্সবাজার যাওয়ার জন্য ট্রেনের টিকিট নিয়েছি। অগ্রিম হোটেল বুকিংও দেওয়া আছে। এখন ট্রেন না চললে কী করব?"

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রানিং স্টাফদের দাবি নিয়ে আলোচনা চলছে। সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, "আমরা চাই তারা আন্দোলনে না যাক। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।" তবে রানিং স্টাফরা জানিয়েছে, এবার তারা কোনো আশ্বাসে পিছু হটবেন না, বরং লিখিত নির্দেশনা পেলেই কর্মসূচি প্রত্যাহার করবেন।

২০২২ সালের ৪ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ এপ্রিল রানিং স্টাফরা কর্মবিরতিতে গেলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১৩ এপ্রিল অর্থ মন্ত্রণালয় চিঠি প্রত্যাহার করলে তারা কর্মসূচি স্থগিত করেন। তৎকালীন রেলমন্ত্রীও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। তবে পুনরায় অর্থ মন্ত্রণালয়ের আপত্তির কারণে তারা আবারও কর্মবিরতিতে যাচ্ছেন।

রানিং স্টাফদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান জানান, “আমরা বারবার সময় দিয়েছি, আন্দোলন করেছি, আবার স্থগিত করেছি। এবার আমাদের আর কোনো সুযোগ নেই। আমরা ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে ট্রেন চালানো বন্ধ রাখব।”

এখন সবার নজর অর্থ মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকে। যদি শেষ মুহূর্তে কোনো সমঝোতা না হয়, তবে মধ্যরাত থেকেই বন্ধ হয়ে যেতে পারে দেশের রেল চলাচল।

আপনার জেলার সংবাদ পড়তে