অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে ক্ষুধাদারিদ্র মুক্ত

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০২:৫৭ পিএম
জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে ক্ষুধাদারিদ্র মুক্ত

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে ক্ষুধাদারিদ্র মুক্ত। আওয়ামী  ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। দ্রুত নির্বাচনের লক্ষ্যে জাতীয র্ঐক্য গড়ে তুলতে হবে। বিগত সরকারের তীব্র সমালোচনা করে বলেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অর্থনৈতিক খাত থেকে শুরু করে সকল সেক্টরে লুটপাটের রাজত্ব কাযেম করা হয়েছিল। জামায়াতের হাজার হাজার নিরপরাধ কর্মিদের মিথ্যা গাযেবী মামলায় জেল খাটানো সহ হযরানি করা হয়েছে। পুলিশ হাতে বোমা ধরিয়ে দিয়ে জেলে পাঠিয়েছে। একের অধিক লোক একজায়গায় গল্প করার মত পরিবেশ ছিল না। জামায়েতের সাবেক  আমীর গোলাম আজম, মীর কাসেম  আলী সহ নির্দোষ নেতাদের বিচারের নামে ফাসিতে ঝুলিয়ে হত্যা করেছে। শুধু তাই নয় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ও সাতক্ষীরা জেলা আমীর মাওলানা আব্দুল খালেক মন্ডল সহ অসংখ্য নেতাকর্মিদের বিনা দোষে মামলার পরে মামলা দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছিল। ২৭ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে তালা উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দুদফা বার্ষিক কর্মি সস্মেলনে প্রথম দফার মহিলা কর্মি সস্মেলনে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত কথা বলেন। তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মফিদুল্লাহর সভাপতিত্বে কর্মি সস্মেলনে  বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্র্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক (খুলনা জামায়াতে ইসলামী) মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা নায়েবে আমির ডাঃ শেখ মাহমুদুল হক। এর পর বিকাল ৩ টায় দ্বিতীয় দফা পুরুষ কর্মি সস্মেলনের প্রস্তুতি চলছিল।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী ও জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম।

আপনার জেলার সংবাদ পড়তে