পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৩:১৩ পিএম
পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত

পিএসসির অধীনে নিয়োগপ্রাপ্ত ৩৫৩৪ জনের নিয়োগ স্থগিত করেছেন আদালত। সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। এতে বলা হয়, ‘পিএসসির অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) কারিগরী ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে গত ২৬/১০/২০২১ ইং তারিখে পিএসসি কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে, ১৮/০৩/২০২৩ ইং তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ গত ২৩/০১/২০২৫ ইং তারিখে সর্বমোট ৩৫৩৪ জনের নিয়োগ প্রদানের সার্কুলার জারি করা হয় এবং উক্ত সার্কুলার ইং ২৯/০১/২০২৫ তারিখে যোগদান করার নির্দেশনা দেওয়া হয়। অদ্য ২৭/০১/২০২৫ ইং তারিখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানি শেষে উক্ত নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুলনিশি জারি করেন এবং উক্ত নিয়োগ ৩ (তিন) মাসের জন্য স্থগিত করেন।’ 

এতে আরও বলা হয়, ‘আবেদনকারী ১৮ জনের পক্ষে এ মামলা শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল এবং সঙ্গে ছিলেন আইনজীবী এ জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাঈদ খান, শফিকুল ইসলাম প্রমুখ।’

আপনার জেলার সংবাদ পড়তে