আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম
আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায়সাতক্ষীরা উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শোয়েব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নারায়ণ চন্দ্র মন্ডল। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবুল হোসেন, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলার শাখার সদস্য মোঃ সাকিবুর রহমান সহ আরো অনেকে। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এখানে প্রথম স্থান অর্জন করে সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ হয়ে বিতর্ক  প্রতিযোগিতা অংশগ্রহণ করে হালিমা খাতুন চাহাত, ফারজানা ইয়াসমিন, ফাতেমা খাতুন।

আপনার জেলার সংবাদ পড়তে