দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের তিন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৯ জনের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান।