চাটমোহরের ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৬:৩২ পিএম
চাটমোহরের ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

পাবনার চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় চাটমোহর নিষিদ্ধ সংগঠণ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে চাটমোহর পৌর সদরের নার্সারী এলাকা থেকে চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ওসি আরো বলেন,তিনি চাটমোহর থানায় দায়েরকৃত উপজেলার গুনাইগাছার বিস্ফোরক মামলার আসামি। সোমবারই তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে ছাত্রলীগের সাবেক এই নেতা চাটমোহর থানা থেকে পাবনা আদালতে নেওয়ার পথে থানার মধ্যেই জয় বাংলা,জয় বঙ্গবন্ধু বলে শ্লোগান দেন। 


আপনার জেলার সংবাদ পড়তে