যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ স্কাউটসের ঝিকরগাছা কমিটি গঠিত হয়েছে। সাবেক কমিটির কমিশনার এসএম আকিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। ঝিকরগাছা সম্মিলনী মহিলা কলেজের হলরুমে সকাল ১০ আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠিত হয়।
পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউটস এর ঝিকরগাছা কমিটির সভাপতি নির্বাচিত। এছাড়া সহ-সভাপতি হয়েছেন যথাক্রমে- প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম , সহকারী প্রধান শিক্ষক মিকাইল হোসেন। কমিশনার - সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ - প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক - সহকারী শিক্ষক আলী তারেক, যুগ্ম সম্পাদক - প্রধান শিক্ষক আবু সাঈদ, গ্রুপ সভাপতি যথাক্রমে - প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, প্রধান শিক্ষক আবু আজগর, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, অডিটর যথাক্রমে - প্রধান শিক্ষক মশিউর রহমান, প্রধান শিক্ষক রুকসানা বেগম ও প্রধান শিক্ষক নাজমা খাতুন।