ভেড়ামারায় নাগরিক কমিটির কম্বল বিতরণ

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:২৫ পিএম
ভেড়ামারায় নাগরিক কমিটির কম্বল বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটি অসহায় ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে। সোমবার ভেড়ামারার মধ্যবাজারে উপজেলা নাগরিক কমিটির সদস্যদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রায় দেড় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় অসহায় দুস্থ পরিবারের মাঝে সহায়তা পৌঁছাতে পেরে ভালো লাগছে। নাগরিক কমিটির নিজস্ব অর্থায়নেও উপজেলার বিভিন্ন পয়েন্টে কম্বল বিতরণের মাধ্যমে অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারণের চেষ্টা করে আসছি। নাগরিকদের অধিকার রক্ষা করা আমাদের অঙ্গীকার, সেটা করতে আমরা নাগরিক কমিটি বদ্ধপরিকর।

আপনার জেলার সংবাদ পড়তে