শুরু হচ্ছে ‘ইনসাফ’এর শুটিং, নায়িকা ফারিণ, ভিলেন মোশাররফ করিম

এফএনএস বিনোদন | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৬ পিএম
শুরু হচ্ছে ‘ইনসাফ’এর শুটিং, নায়িকা ফারিণ, ভিলেন মোশাররফ করিম

নির্মাতা সঞ্জয় সমদ্দার বাংলাদেশের তাঁর প্রথম অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’ এর শুটিং শুরু করতে যাচ্ছেন। যেখানে জুটি বাঁধছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিমও। এই তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে সিনেমটির শুটিং শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে সঞ্জয় সমদ্দারের ভাষ্য, সিনেমাটির নাম ‘ইনসাফ’ ওয়ার্কিং টাইটেল হিসেবে রয়েছে। এর মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করা হবে। অভিনয়শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘কথাবার্তা হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলতে পারব না। ২৮ জানুয়ারি হয়তো একটা আপডেট জানাতে পারব।’ সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমায় প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি। বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ হচ্ছে বলেই ইঙ্গিত দিয়েছেন পরিচালক। সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমা ছিল কলকাতার। ‘মানুষ’ নামের এই সিনেমায় তিনি কাজ করেছিলেন ওপার বাংলার অভিনেতা জিতকে নিয়ে। এরপর আফরান নিশোকে নিয়ে তার দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেও পরে সেটির আর আপডেট পাওয়া যায়নি।