শেয়ারবাজারে চার দিনের ধারাবাহিক পতন, চিন্তিত বিনিয়োগকারীরা

এফএনএস
| আপডেট: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ পিএম | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৬ পিএম
শেয়ারবাজারে চার দিনের ধারাবাহিক পতন, চিন্তিত বিনিয়োগকারীরা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর পাশাপাশি কমেছে মূল্যসূচক। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা। ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকালকের পতনের মধ্যে দিয়ে টানা চার কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। গতকাল সোমবার ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমে লেনদেন শেষ হয়। দাম বেড়েছে ১৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ১৭৮টির এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ৫ হাজার ১৩০ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৩ টাকা। এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মালেক স্পিনিংয়ের শেয়ার। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩২ কোটি ২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ৮৮ লাখ টাকা।