রংপুরে অনিদৃষ্টকালের রেল ধর্মঘট, যাত্রীদের চরম দূর্ভোগ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ১১:৩৫ এএম
রংপুরে অনিদৃষ্টকালের রেল ধর্মঘট, যাত্রীদের চরম দূর্ভোগ

মুল বেতনের সাথে রানিং এলাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে রংপুরেও রেলওয়ে রানিং ষ্টাফ ও শ্রমিক কর্মচারির ডাকে অনিদৃষ্টকালের রেল ধর্মঘট শুরু হয়েছে। 

সকাল থেকে রংপুর থেকে আন্তঃনগর ট্রেন সহ লোকাল ও মেইল সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

সোমবার মধ্য রাত থেকে  মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন সহ রংপুর অঞ্চলের জেলা গুলোতে যাতায়াতকারী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছে। বিভিন্ন গন্তব্যে যাত্রীরা ট্রেনের অপেক্ষায় রংপুর রেলওয়ে ষ্টেশনে অপেক্ষা করছে। রংপুর নগরীর শালবন এলাকার মাহবুব জানান তার মেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ে সোমবার রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে রংপুরে আসার কথা এখনো ট্রেন আসেনি কখন আসবে তাও কেউ বলতে পারছেনা এভাবে চলতে পারেনা। একই কথা বলেন রংপুর থেকে কুড়িগ্রামের চিলমারীতে যাওয়ার জন্য রংপুর রেলওয়ে ষ্টেশনে অপেক্ষামান শামিলা বেগম জানান আমরা পরিবারের ৫ জন সকাল ৭ টা থেকে অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন আসছেনা। তিনি বলেন সরকারের ধর্মঘটের বিষয়টি স্মার্টলি সমাধান করা উচিত ছিলো। একই অভিযোগ করেন রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষামান যাত্রীরা।

এ ব্যাপারে রংপুর রেলওয়ে ষ্টেশনের স্টেশন মাষ্টার শংকর গাঙ্গুলি জানান আন্তঃনগন সহ ১৫টি গন্তব্যে যাওয়া ট্রেন সহ সকল ট্রেন চলাচল বন্ধ রেখেছে আন্দোলনকারীরা। আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে