মহাসড়ক পার হতে গিয়ে বৃদ্ধা নারী আহত

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৬ এএম
মহাসড়ক পার হতে গিয়ে বৃদ্ধা নারী আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি ধাক্কায় রহিমা বেগম(৬৫) নামে এক বৃদ্ধা নারী গুরুতর আহত হয়েছেন।সোমবার (০২ ডিসেম্বর) বিকাল পৌন ৪ টার দিকে উপজেলার ভাটেরচর এলাকায় কুমিল্লা মুখী সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই বৃদ্ধা নারী উপজেলার টেংগারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর গ্রামের মৃত ইছহাক প্রধানের স্ত্রী বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে আহত বৃদ্ধা নারী মহাসড়কের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাওয়ার সময়, কুমিল্লা মুখী সড়কে একটি অজ্ঞাত গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে ওই নারীর এক পা বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্ন স্থান জখম হয়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল রেফার্ড করেন।এবিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান,বিষয়টি আমি এইমাত্র জানতে পারলাম। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে