গফরগাঁও সরকারি কলেজে চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৬ পিএম
গফরগাঁও সরকারি কলেজে চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রাকৃতিক ও ফুলের সৌন্দর্যে ভরা ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ নানা আঙ্গিকে বৈচিত্র্যপূর্ণ রূপ প্রস্ফুটিত হয়। শীতের এই আমেজে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। কলেজের উদ্ভিদ বিভাগের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই চড়ুইভাতি অনুষ্ঠিত হয়।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীরুল ইসলামের সভাপতিত্বে চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা প্রমূখ।

চড়ুইভাতিতে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশীয় আয়োজনে মধ্যাহ্নভোজের বিরতির পর থেকে শিক্ষার্থীদের নিয়ে গানের অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী আনন্দ আয়োজন।

উল্লেখ্য, এর আগেও কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সকল বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়েও বার্ষিক চড়ুইভাতি কলেজ ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে