কিশোরগঞ্জের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারকে (ওয়ার্লড বুকের ১৮ খন্ড) বই উপহার প্রদান করেছেন সদরের ইউএনও । মংগলবার দুপুরে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক ও যুব সংগঠক আমিনুল হক সাদীর কাছে এসব বই তুলে দিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: এরশাদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির।
বই পেয়ে আমিনুল হক সাদী প্রতিক্রিয়ায় বলেন, গবেষণা কর্মের অন্যতম সহায়ক এই বইগুলো আমার কাছে মহামুল্যবান। কারণ জীবন চলার পথে একটি ভালো বই একজন উত্তম বন্ধু। বইয়ের প্রতি গুরুত্ব দিতে গিয়ে নিজের কোনো বাড়ি তৈরি করতে পারিনি। তবে বইয়ের পাঠাগার তৈরি করতে পেরেছি বই পড়ার পরিবেশ করেছি,গ্রামে জ্ঞানের আলো বিকিরণ করে যাচ্ছি এতেই অনেক তৃপ্তি পাই। ইউএনও স্যারসহ যারা আমাকে বই দিয়ে সহায়তা করেছেন সকলের কাছে আমি চিরকৃতার্থ।