গফরগাঁওয়ে চাঞ্চল্যকর বন্ধু নিহতের ঘটনায় বন্ধু গ্রেফতার

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৫:১১ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৫:১১ পিএম
গফরগাঁওয়ে চাঞ্চল্যকর বন্ধু নিহতের ঘটনায় বন্ধু গ্রেফতার

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর ছুরিকাঘাতের বন্ধু নিহতের ঘটনায় ১৭ দিন পর বন্ধু সাব্বির (২৫) কে গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ ও র‌্যাব ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে গাজীপুরের পুরাবাড়ি এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে সাব্বিরকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের আওলাদ হোসেন শেখের ছেলে এসএম সাআদাত হোসেন জয় (১৯) ও লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সাব্বিরের মধ্যে বন্ধুত্ব ছিল। গত ৯ জানুয়ারি সাব্বির ফোন করে জয়কে বাড়ি থেকে মশাখালি বাজার এলাকায় ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে সাব্বির জয়কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন আহত জয়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ১১ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জয় মারা যায়। পরদিন নিহতের পিতা আওলাদ হোসেন বাদী হয়ে সাব্বিরকে আসামি করে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয় হত্যা মামলার প্রধান আসামী সাব্বিরকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে