যশোরের মণিরামপুর সড়কে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের আরো এক যাত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক ও হেলপার।
এ ঘটনায় নিহতররা হলেন ষাটোর্ধ ভ্যান চালক এবং যাত্রী মণিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রূপা খাতুন (৫০), তবে, রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিহত ভ্যান চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।
মণিরামপুর থানা পুলিশের উপ পরিদর্শক অমিত কুমার দাস জানিয়েছেন, দুপুর সাড়ে ৩টার দিকে মণিরামপুর হাসপাতাল থেকে কেশবপুরগামী যাত্রী বোঝাই একটি ভ্যানকে যশোরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ভ্যান চালক ও যাত্রী রূপা খাতুন নিহত হন। এ সময় গুরুতর আহত যাত্রী রুপার ছোট বোন মিম খাতুনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়।
থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।