সাটুরিয়ায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীদের সনদ বিতরণ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৬:২৪ পিএম
সাটুরিয়ায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীদের সনদ বিতরণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ২০২৫ এর বিজয়ীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার শাখার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার ও সনদ তোলে দেন সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমদ।

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার শাখার ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. নজরুল ইসলাম, বালিয়াটির বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. বজলুল হক খান, ইফামার মডেল কেয়াটেকার (ভারপ্রাপ্ত) শাহিন সরকার, সাধারণ কেয়ারটেকার মাওলানা মনিরুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাসহ আরও অনেকেই।

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতা ২০২৫ এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এখান থেকে, ক, খ, গ গ্রুপে ৩ জন করে মোট ৯ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। বিজয়ীরা পরে জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।

আপনার জেলার সংবাদ পড়তে