ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচন

রংপুর: প্রথম দিনে ৩৯টি মনোনয়ন ফরম বিক্রি

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৪ পিএম
রংপুর: প্রথম দিনে ৩৯টি মনোনয়ন ফরম বিক্রি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম কিনতে সকাল থেকেই আগ্রহী মনোনয়ন প্রত্যাশীরা কার্যালয়ের সামনে আসেন। সেখান থেকে একজন কিংবা তার প্রতিনিধি ভেতরে প্রবেশ করে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আইশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহনও করা হয়েছে। মনোনয়ন ফরম সংগ্রহের নিয়মের ব্যাপারে জানানো হয়েছে, আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং মোবাইল নম্বর ও পদবী পরিচয় সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। পদ ভিক্তিক প্রতিটি আবেদনপত্রের দাম ১০ হাজার থেকে ৫ হাজার টাকা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মো. মঞ্জুরুল আজিজ পলাশ বলেন, ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে।  মঙ্গলবার মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে বিভিন্ন পদে ৩৯জন মনোনয়নপত্র কিনেছেন। রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে অর্থ সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনে আব্দুল্লাহ সরকার বলেন, আমরা সুষ্ঠু পরিবেশেই মনোনয়ন সংগ্রহ করছি। আশা করি আগামী ২২ ফেব্রুয়ারী নির্বাচন সুষ্ঠুই হবে ইনশাল্লাহ। এ নির্বাচনে অর্থ সম্পাদক পদে বিজয়ী হবো বলে আমি আশাবাদী। নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক মো. গোলাম মোস্তফা বলেন, ট্যাংকলরি শ্রমিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। ৬ বছর পর সাধারণ ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে। রায় যা আসবে, তা সবাইকে মেনে নিতে হবে। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করতে দেখা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে