দাকোপে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:১৫ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
দাকোপে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

খুলনার দাকোপে বসত ঘর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ভিকটিমদের পুত্র বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। অপরদিকে পুলিশ পৃথক একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।  ।

সংশ্লিষ্ট এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের মৃঃ অজিত মন্ডলের পুত্র শচীন্দ্রনাথ মন্ডল (৪৫) ও তার স্ত্রী নিজ বসত ঘরে সোমবার দিবাগত গভীর রাতে রহস্যজনক ভাবে মারা যায়। প্রতিদিনের ন্যায় স্বামী স্ত্রী ঘুমিয়ে যায়। ভোর বেলা এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে দাকোপ থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়ার সুত্রে স্বামীর প্রহারে স্ত্রী স্ত্রী মলিনা মন্ডল (৩৮) প্রথমে মারা যায়। এ ঘটনার পর শচীন প্রথমে বিষ খেয়ে আত্নহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মলিনার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। তবে তাদের কি নিয়ে ঝগড়া হতে পারে তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সকালে পুলিশ লাশ ২টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, লাশ ২টি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মলিনা মন্ডলের পুত্র সুদীপ্ত মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেছেন। যা দাকোপ থানার মালনা নং-৮। অপরদিকে আত্মহত্যার ঘটনায় থানা পুলিশ পৃথক ১টি অপমৃত্যু মামলা রুজু করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে