নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি' আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৯ পিএম
নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি' আত্মপ্রকাশ

দেশে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দলের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলটির লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দলের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক।

দলটির নেতারা জানিয়েছেন, এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচন বা ক্ষমতার জন্য গঠিত নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং রাষ্ট্র পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। তারা নিজেদেরকে একটি ঐক্যবদ্ধ, দেশপ্রেমিক দলের হিসেবে পরিচয় দিয়ে বলেন, "আমরা দেশের সার্বভৌমত্ব আন্দোলন ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত থাকব।"

এসময় দলের আহ্বায়ক মেজর জেনারেল মো. এহতেশাম উল হক আরও বলেন, তাদের দল দেশপ্রেমের চেতনায় পূর্ণ থাকবে এবং এটি একটি যৌথ প্রতিশ্রুতির ভিত্তিতে ঐক্য, ত্যাগ এবং জাতীয় অগ্রগতির পথে কাজ করবে। তিনি দলের নীতিমালা সম্পর্কে স্পষ্ট করে বলেন, "আমরা প্রতিজ্ঞা করছি যে, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না।"

এছাড়া, তিনি সরকারের সাথে সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেন। "আমরা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী। আমরা আশা করি সরকার আমাদের সেই সুযোগ দেবে," বলেন তিনি।

নতুন দলটি আরও জানিয়েছে, তারা আধুনিক, জবাবদিহি ও সুসজ্জিত পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করবে, যাতে দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত এবং নাগরিকদের অধিকার রক্ষা করা যায়। দলটির লক্ষ্য দেশের নাগরিকদের জন্য আইনের শাসন সমুন্নত রাখা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করা।

এই নতুন দলটি দেশের রাজনৈতিক কাঠামোয় একটি শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে নিজেদের কাজ শুরু করেছে, এবং আগামী দিনে তারা দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে