ঢাকার ভয়াবহ বায়ুদূষণ: জনস্বাস্থ্য ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:০৪ এএম
ঢাকার ভয়াবহ বায়ুদূষণ: জনস্বাস্থ্য ঝুঁকিতে

রাজধানী ঢাকার বায়ুদূষণ চরম মাত্রায় পৌঁছেছে। আজ বুধবার সকালে ঢাকার বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। সকাল ৯টার দিকে রাজধানীর গোড়ানে বায়ুর মান সূচক (একিউআই) ছিল ১২২০, যা স্বাভাবিক মাত্রার চেয়ে বহুগুণ বেশি এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া, ঢাকার আরও আটটি স্থানে একিউআই ৩০০-এর ওপরে উঠে গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

আন্তর্জাতিক মান নির্ধারক সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজকের দিনে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। সকাল সাড়ে আটটার দিকে ঢাকার গড় একিউআই ২৯২ ছিল, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই দূষণের ফলে শ্বাসকষ্ট, ফুসফুসজনিত সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম জানান, ঢাকার ভয়াবহ বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, খড়কুটো পোড়ানো, ইটভাটা এবং নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলা। এসব কারণ ছাড়াও প্রতিকূল আবহাওয়া দূষণের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ৪৮ গুণ বেশি। এর ফলে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে।

বায়ুদূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়তে পারে। আইকিউ এয়ারের সুপারিশ অনুযায়ী, ঢাকাবাসীকে অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে। বিশেষ করে যাদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে, তাদের জন্য মাস্ক ছাড়া বাইরে বের হওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে, যদি দূষণের মাত্রা তিন দিন ধরে ৩০০-এর বেশি থাকে, তাহলে এটি জনস্বাস্থ্য জরুরি অবস্থার ইঙ্গিত দেয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত ডিসেম্বরে ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ। এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে ঢাকার পরিবেশ ও নাগরিকদের স্বাস্থ্য আরও ভয়াবহ সংকটে পড়তে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে