ভালুকায় নব কায়দায় ডাকাতি

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৩:০৭ পিএম
ভালুকায় নব কায়দায় ডাকাতি

ভালুকায় মোবাইল ফোনে বাড়ীর মালিকের সাথে কথা বলে ডাকাতি। নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দল।  গতরাত (মঙ্গলবার)  সাড়ে ৩টায় ভালুকা উপজেলার বহুলী গ্রামে খাদিমুলের বাড়ীতে ডাকাতি করার পুর্বে বাড়ীর মালিকের স্ত্রীর মোবাইল ফোনে অপরিচিত নন্বর থেকে ফোন আসে। অপরিচিত নন্বর দেখে ফোনে বাড়ীর মালিক খাদিমুলের স্ত্রী জানতে চায় এতো রাতে কেন ফোন দিয়েছেন। কিন্তু ফোনে কোন উত্তর আসেনি।  ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ৭/৮ জনের একদল ডাকাত। ঘরের লোকজনকে হাত পা বেধে ডাকাতি শুরু করে। এসময় বাড়ীর মালিকের স্ত্রী কৌশলে ফোনে পাশের বাড়ীর তার ভাগ্নি সালমাকে ডাকাতির কথা জানিয়ে ফোন কেটে দেয়। সালমা তার মামীর কথা বুজতে না পেয়ে আবার মামীকে ফোন দেয়। এসময় তার মামী  ফোন রিসিভ করে এবং ডাকাতদের সাথে কথা কাটাকাটি করে।এতে সালমা বুঝতে পারে বাড়ীতে ডাকাতি হচ্ছে। পরে সালমার  ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাত দল একটি পিকআপ দিয়ে পালিয়ে যায়। ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান জানান,ডাকাতির খবর পেয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। পুলিশ তদন্ত করে ব্যাবস্থা নেবে।

আপনার জেলার সংবাদ পড়তে