রাজশাহীর বাঘায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আড়পাড়া ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে গার্ড অব অনারের পর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, মুক্তিযোদ্ধা জনাব আলী, রয়েজ আলী, শহিদুল ইসলাম প্রমুখ। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে আড়পাড়া মিয়াপাড়ার নিজ বাগিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ বাধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।