শেরপুর সীমান্তে ভারতীয় গরুর মাংস জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২৬ পিএম
শেরপুর সীমান্তে ভারতীয় গরুর মাংস জব্দ
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীর সমশ্চূড়া এলাকা থেকে চোরাই পথে আনা ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার সমশ্চূড়া বাজারে পূর্বপাশে অভিযান চালিয়ে এসব গরুর মাংস জব্দ করা হয়। যদিও এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২৯ জানুয়ারি)গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল। বিজিবি সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে সমশ্চূড়া সীমান্ত অভিযান চালায়। এসময় বিজিবি উপস্থিতি টের পেয়ে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে ৪-৫ জন চোরাকারবারি পালিয়ে যায়। পরে গাড়ি ভর্তি গরুর মাংসসহ ফ্রিজিং গাড়িটি জব্দ করে হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়। এ বিষয়ে হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাংস পরবর্তীতে বিধি মোতাবেক নিলাম করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে