স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুতে দায়িত্বে অবহেলার অভিযোগে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের (ডা. স্বপ্নীল) রেজিস্ট্রেশন বাতিল এবং হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ১৬ জানুয়ারি, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারাবান তাহুরার স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা প্রদান করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, আফসার আহমেদের মৃত্যু তদন্তে অবহেলা প্রমাণিত হওয়ায় বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল)কে তার রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ নভেম্বর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কপিক পরীক্ষার সময় আফসার আহমেদের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে যে, চিকিৎসক ডা. স্বপ্নীল রোগী আফসার আহমেদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ না করেই অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেন এবং যথাযথ প্রি-ইভালুয়েশন ছাড়াই পরীক্ষা শুরু করেন। এতে আফসারের কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আফসারের ভাই খায়রুল বাশার, চিকিৎসায় অব্যবস্থাপনা, অদক্ষতা এবং গাফিলতির অভিযোগ তুলেছেন এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কাছে লিখিতভাবে তদন্তের দাবি জানান। গত সাড়ে চার মাসে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর, যার রিপোর্টে ডা. স্বপ্নীলের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে।
স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন জানিয়েছেন, বিষয়টি ফাইনাল অবস্থায় রয়েছে এবং নির্বাহী কমিটির পরবর্তী সভায় এর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ডা. স্বপ্নীল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে তিনি অবগত নন, তবে তিনি মনে করেন, এই ঘটনায় তার কোনো দোষ নেই।
এই নির্দেশনা, ল্যাবএইড হাসপাতালের চিকিৎসায় অবহেলা এবং চিকিৎসকের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত চিকিৎসা ব্যবস্থায় আরও দায়িত্বশীলতা ও সতর্কতার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করছে।