গফরগাঁওয়ে মেডিকেল ক্যাম্পিংয়ে স্বাস্থ্য সেবা নিয়ে সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৫ পিএম
গফরগাঁওয়ে মেডিকেল ক্যাম্পিংয়ে স্বাস্থ্য সেবা নিয়ে সভা

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে মেডিকেল ক্যাম্পিংয়ে স্বাস্থ্য সেবা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজনে গফরগাঁও মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, কলেজের প্রভাষক সাব্বির কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী আক্তার, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুকসুদা আক্তার, সিনিয়র ষ্টাফ নার্স নূরে ইয়াসমিন স্বপ্না। এসময় রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য শিক্ষা, স্তন ক্যান্সার ও জরায়ুর মুখ ক্যান্সার সেবা প্রদান নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা আলোচনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে