কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয়ে গত কাল বৃহস্পতিবার স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ ফারাশিদ বিন এনাম। উদ্ভোধ্ক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও অত্র ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান আলহাজ্ব কাজল ভূইয়া। প্রধান প্রতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক রমজান আলী, জেলা বিএনপির সদস্য কাইয়ুম খান হেলাল, বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্চন শীল। পরে বিকাল ৩টায় খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।