সেনবাগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৩ পিএম
সেনবাগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

নোয়াখালীর সেনবাগের ছমিরমুন্সির হাট তাহ্সিনুল কুরআন হন্টারন্যাশনাল মাদ্রাসার হিফ্জ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনি আজ  (৩ ডিসেম্বর) মঙ্গলবার অনুষ্ঠিত হবে।  এ সম্মেলনে ক্বিরাত পরিবেশন করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, শায়েখ ইয়াসির শারক্বাউঈ (মিশর), ক্বারী হামিদ রেজা আহম্দী ওয়াফা (ইরান), ক্বারী হাম্মাদ আনওয়ার নাফিসী (পাকিস্তান) ও ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ (মরক্কো)। সম্মেলনে তাফসীর পেশ করবেন, আল্লামা মুফতি শহিদুল্লাহ (প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রশিদিয়া মাদ্রাসা ফেনী), মাওলানা জয়নাল আবেদীন (প্রিন্সিপাল ওয়াসেকপুর আজিজিয়া মাদ্রাসা)। ইসলামী সংগীত পরিবেশন করবেন জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন ও মুফতি সাঈদ আহমদ (কলরব)। কুরআন হেফজকারী ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে