সেনবাগে ডাকাতির ঘটনায় সন্দেহজনক আসামী গ্রেপ্তার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৫:০৩ পিএম
সেনবাগে ডাকাতির ঘটনায় সন্দেহজনক আসামী গ্রেপ্তার

সেনবাগ উপজেলার ডমুরুয়া ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় সেনবাগ থানা পুলিশ মোঃ হুমায়ুন কবির  নামের এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির উপজেলার  আলী ৮ নং ওয়ার্ডের আলী  আক্কাসের বাড়ির আলী আক্কাসোর ছেলে। বৃহস্পতিবার বিকেল তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমান জানাগেছে, গত ২৫ জানুয়ারি  ভোর  সাড়ে ৪ টার দিকে  ৭/৮ জনের একদল ডাকাত ব্যবসায়ী  সিদ্দিক কোম্পানির বাড়িতে  প্রবেশ করে ঘরে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে  জিম্মি করে নগদ টাকা, স্বণালংকার মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে মোঃ হুমায়ুন কবিরকে  গ্রেপ্তার করে সেনবাগ থানার এস আই জাকির হোসেন ও এস আই আব্দুস সালামের নৃতৃত্বে সঙ্গীয় ফোর্স।

আপনার জেলার সংবাদ পড়তে